হরেক রকম কষ্ট আছে আমার কাছে জমা,
কোনটা রেখে কোনটা দেব প্রানের প্রিয়তমা।
নীল,বেগুনী,হলুদ কষ্ট,আরো আছে সাদা,
অল্প সুখ বুকে এলেও কষ্ট দেয় যে বাধা।
সবাই সুখে থাকে যেমন মুক্তার মাঝে মতি,
একটু সুখ আমি পেলে কার কি এমন ক্ষতি।
চলে যাব অনেক দূরে যেথায় রবেনা দুখ,
ওই পারেতেই খুঁজে নেব আপন মনের সুখ।