মাটিতে রংধনু চোখের সামনে ভাসছে,
সবুজ গাঁয়ের মেঘলা পথে-
                      এক রূপসী হাটছে।
এদিক ওদিক তাকাচ্ছে সে নীল শাড়ী পড়ে,
অন্ধকার সব নিয়ে যাচ্ছে-
                      চোখের কাজল করে।
সাতরঙা আঁচল খানি মিশে মাটির সাথে,
ভালবাসার উঞ্চ পরশ-
                      দিয়ে যাচ্ছে তাতে।
চারদিকের প্রকৃতিরা দেখছে অবাক দৃষ্টিতে,
মেঘলা পথটা বদলে গেছে-
                            অপরূপার সৃষ্টিতে।
ভ্রমর কালো চোখ দুটি পাখির বাসার মত,
এক নিমিশেই সরে যাচ্ছে-
                            গাঁয়ের আঁধার যত।
ভালবাসবে যেই দেখিবে ঐ রূপসীর মুখ,
কাকে দেবে ভালবেসে-?
                             ঐ রূপসী সুখ।
চাঁদ মুখে লেগেই আছে সব সময় হাসি,
স্বর্গ খুঁজে পাব আমি-
                      সে বললে ভালোবাসি।
সারা অঙ্গে যেন তাহার বইছে রূপের বন্যা,
মনের অজান্তেই নাম দিয়েছি-
                             চাঁদ রূপসী কন্যা।



-------------------
০৮/০৫/২০০৮ইং
সকাল-৯.০০মি
ঢাকা