এই জগতের রঙ্গীন মানুষ-
এখনোও কারো হইলনা হুশ রঙ্গের দুনিয়ায়,
চিন্তা করে দেখলোনা কেউ-
শখের বেলুন ফাটিলে কোথায় চলে যায়।
দোষ ত্রুটি ধরা মানা-
                  মিথ্যাটুকুও সত্য জানা,
উল্টাকেউ সোজা ধরে-
                  চোখ থাকতেও হয় যে কানা।
নিজের দোষ বগলে রেখে-
অন্যের দোষ গায়ে মেখে সদায় হেসে যায়,
চক্ষুলজ্জা সবি ঢেকে-
নিজ বদনামের নৌকাখানি আনন্দে ভাসায়।
ভাল উপদেশ দিতে গিয়ে-
নিজের চরকায় তেল নাদিয়ে বিশ্রি কথা কয়,
লজ্জা শরম সাথে নিয়ে-
অপবাদের বলী হয়ে মাষ্টারকে পালাতে হয়।
হতাশায় ডুবে বলি তবে-
সৃষ্টির সেরা সৃষ্টিই নাকি নামধারী ফানুষ,
গভীর নিশিতে ভাবি ভবে-
স্বর্গ হবে দুনিয়া হারালে সব ত্রিমুখী মানুষ।


--------------------
৩১/১২/২০২০ইং
বিকাল-৫.০০টা
নারায়ণগঞ্জ