নতুন হালের নতুন চাল-চলন
লাঙল-জোয়ালের বদলে এসেছে পাওয়ার ট্রিলার।
ঢেঁকি নাকি স্বর্গে গেছে।
আচমকা বিদ্যুৎ এসে কেড়ে নিলো হারিকেনটাকে।
গরুর গাড়িকে ডিঙিয়ে চলে আসলো রিক্সা।
সেতুর কবলে পড়লো ডিঙি নৌকা।


মোবাইল এসে শেষ করলো চিঠিকে।
ক'দিন পরে স্কুল-কলেজে ছাত্রের
সংখ্যা কমিয়ে দিবে অনলাইন ক্লাস।
বই পড়া বাদ দিয়ে ছেলে মেয়েরা
বসে থাকে ফেসবুক নিয়ে।
সিলিং ফ্যান কেড়ে নিলো হাতপাখাকে।
কম্পিউটারতো খেয়ে নিলো পুরো বিশ্বকে।
মর্ডান যুগের মর্ডান ভাষা।


মা হয়ে গেলো মম, আর বাবা হলো ডেড।
কাকা হলো আঙ্কেল আর চাচি হলো আন্টি।
ফুফাতো, চাচাতো বোনেরা হলো কাজিন।
মামা ঠিকই আছে মামি হলো মামানি
আর খালা হলো খালামনি।
আপা হলো আপ্পি।
ভাইয়া-ভাবি ঠিকই আছে
না জানি কখন ওরা ও পাল্টে যায়।


তারিখঃ ২০/১০/২০২১ইং