মনের মাঝে নীরব কথা
ফুলের মতো ফুটছে সদা।
মুখের ভাষা পাওনি বলে,
যায়নি আশা সব বিফলে!


যে আসে তোর কল্পনাতে
যার প্রেরণা দিবস রাতে।
যখন তোর আবেগ ঝরে
মনটা কাঁদে বলার তরে।


টিটিডি ডিভাইস নামে
ভাবনাগুলো যন্ত্র টানে।
কথা গঠন করতে শুরু
বিজ্ঞানীরা হয়েছে গুরু!



বিষয় ভাবনা: বাকশক্তিহীন ব্যক্তিদের মস্তিষ্কে Thought Translation Device (TTD) সংযুক্ত করে মনের ভাবকে শব্দে রূপান্তরিত করার গবেষণায় মনোবিজ্ঞানীরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন।