না পাওয়ার হা-হুতাশ করি মোরা সারাক্ষণ
অপূর্ণতার দূর্ভাবনায় বিষিয়ে তুলি মন,
হতাশার সাগরে ডুবে যাই অনাবশ্যক দুশ্চিন্তায়  
মানসিক যন্ত্রনায় কাটে জীবনের ক্ষণ।


পরের সম্পদে জাগে ঈর্শা আসে মনোবৈকল্য
অসন্তুষ্টির পর্দায় আটকে থাকে চিন্তাশক্তি,
স্বার্থের মোহে হারিয়ে ফেলি নিজের পরিচয়
জটিল হয়ে উঠে চলমান সময়ের পংক্তি।


আমি কে? কোথা হতে কেনই বা এলাম
কদিনের তরে ধরণী পরে হবে মোর বাস!
তারপর কী হবে, কোথা যাব চলে সব ফেলে
মন গহীনে করিনা কেন এমন অনুভূতির চাষ।


শুধু ভাবি কার বসবাস কোন অট্রালিকায়
কেবা চড়ে কোন মডেলের গাড়িতে,
কভু ভাবিনা অসহায় নিরন্ন মানুষের কথা
অভাবে চুলা জ্বলেনা যাদের বাড়িতে।


আমি রিক্ত হত-দরিদ্র এ বড় অমূলক ভাবনা
অনেকের তুলনায় বরং ঢের আছি ভালো,
অন্তর্দৃষ্টি খুলে দেখ কত কী দিয়েছে স্রষ্টা তোমায়
তবেই কাটবে আঁধার আসবে আশার আলো।


ভাবুন আপনার সুস্থ সবল সুঠাম দেহের কথা
হস্তদ্বয় কিংবা পদযুগল, কত মূল্য তার!
এক মিলিয়ন গিগাবাইটের মস্তিস্কের মালিক আপনি
কোন সম্পদের সাথে তুলনা হয়না যার!


সময় নিয়ে থাকান দৃষ্টিহীন পথিকের দিকে
বুঝবেন আপন চোখের মূল্য কত!
কোন প্রাচুর্যের সাথে করবেন তুলনা তার
ভাবেন কেন নিজেকে নির্ধন এত।


বাকহীন-বধির মানুষদের কাতারে দেখুন নিজেকে
বুঝবেন আপনাকে কত নিয়ামত দিয়েছেন প্রভু,
বলতে পারেন, গাইতে পারেন, শুনেন সকল কিছু
স্রষ্টার তরে মস্তক কেন হয়না নত তবু!
##