মুহূর্তেই ভেঙ্গে যায় আরশির কাঁচ; দেখা দেয় ভিন্ন কোনো মুখ।
অকস্মাৎ গড়ে উঠে কাঁচের দেয়াল; চলে যায় সব শান্তি সুখ।
কাঁচ কাটা হীরে দিয়ে কেটে দিলে তুমি আজ আমার হৃদয়।
ভাঙ্গা কাঁচে পথ যদি ঢেকে দিয়ে যাও; হেঁটে যেতে করবো না ভয়।



রচনাকাল: ঢাকা, ১৩ অক্টোবর ২০১৯