প্রিয়তমা,
ভালো আছো তো ?
অনেক দিন তোমার সাথে কথা হয় না।
আমি ভেবে অবাক হই
একটা সময় কথা হতো রোজ।
আজ কতদিন কথা হয় না।


তুমি বোধ হয় আমার কথা মনেও করো না,
আমি তো ভুলতে পারি না।
একদিন ফোনে বলেছিলে তোমার বিয়ের কথা হচ্ছে বাড়িতে ঈদের পর বিয়ে।
তোমার কথা শুনে আহা কি কান্না।
কান্না জর্জরিত কন্ঠে বলে ছিলাম আমি তোমাকে ভালোবাসি নয়ন তারা।
তুমি কোনো কথা বলনি।
বিয়ের কথা বলেছিলে, আমি কিছু বলতে পারিনি।
আমি বেকার! পারিপার্শ্বিকতা আমাকে রেখেছে বেঁধে।
তুমি খুব ভালো আছো নতুন করে সম্পর্কে জড়িয়েছো।
এত সহজেই কেমন করে বদলে গেলো বলো?
এতদিনের ভালোবাসা এক নিমিষেই ভুলে গেলে।
আমি পারি না কেনো তোমাকে ভুলতে।
ভুলতে না পারাটাই আজ আমাকে লিখতে বাধ্য করলো।
প্রিয়তমা, মাই লাভ! আমি একদিন এসব থেকে মুক্তি পাবো ঠিকই কিন্তু আফসোস থেকে গেলো সেই দিন তোমাকে পাবো না।
তুমি সুখী হলেই আমি সুখী এটা ভেবে তোমাকে আটকানোর চেষ্টা ও করিনি।
প্রিয়তমা , এখনও তোমাকে খুব ভালোবাসি।
তোমার একটি ফটো ই যথেষ্ট আমাকে পাগল করার জন্য।
তুমি খুব ভালো থেকো প্রিয়তমা।