থালার পাশে চামচ রাখা
খাবার টেবিল ছবি আঁকা
ক্ষুত-পিপাসায় কাতর একা
হাতও খালি পেটও ফাঁকা ।

কানের কাছে বাজছে লিরিক
ঠোঁটের ফাঁকে দাঁতের ঝিলিক
রঙ বেরঙের খাবার গন্ধ
লে হালুয়া কী আনন্দ ।

পেট ফাঁকা তাই মোচড় মারে
সেই কথাটি বলবো কারে
গামছা বেঁধে কোমর সোজা
হারবো না তাই জীবন খোঁজা ।

গুনগুনিয়ে কানের কাছে
ফিসফিসিয়ে মন্ত্র যাচে
বুকে কম্পন ভয়-আঁখিতল
মণ্ডা মিঠাই নেই আদাজল ।

ফিরোজ, মগবাজার, ১৭/০৯/২০১৯