একান্নবর্তী শব্দটা আজ
                মুছেই গেছে প্রায়,
    একাত্ম হোয়ে সবার সাথে
                থাকার অভিপ্রায়।
    
    ঠাকুমা দাদু সবার কাছে
                আদর ও প্রশ্রয় -
    বাপ, জ্যাঠা, কাকাদের
                করি সবাই ভয়।


    জ্যেঠি,কাকীরা শাসন কম
                আদর করে বেশি,
    সুখ দুঃখের মাঝে ও মোরা
                সবাই থাকি খুশি।


    ভাই বোনেরা সবাই মিলে
                পড়াশোনা খুব করি,
    পড়ার শেষে দুপুর বেলা
                আচার করি চুরি।


    খেলার মাঠে পড়ে গিয়ে
                আঘাত যখন পাই,
    অনেক হাত জড়িয়ে ধরে
                ব্যাথা ভুলে যাই।


    আমাদের মন্ত্র হোলো
                আমরা সবাই,
    ' আমার' নামক শব্দটি
                এ পরিবারে নাই।।



    এমন সুখের স্বর্গ ছেড়ে
                ওরা কেনো একা থাকে!
    ফ্ল্যাট বাড়ীর ঐ তিন টি ঘরে
                কোন সে সুখের ছবি আঁকে!!


    হয়ত তারা জানেও না
                অভাগা কত তারা -
    আপনজনের সঙ্গ ছেড়ে
                রয়েছে একা যাঁরা।


    হোকনা যতই ঝগড়া ঝাটি
                হোকনা অশান্তি,
    তার ই মাঝে রয়েছে মনে
                অপার প্রশান্তি।


    হাতের মুঠো বন্ধ থাকলে
                সহজে যায়না খোলা,
    একটি আঙ্গুল অনায়াসে
                যায় যে ভেঙে ফেলা।।।