জানো বাবা! কালকে আমার
স্কুলে হবে ছুটি,
বলব আমি-তোমার সাথে
মনের কথা দু’টি।


বলো কি মা! এই সময়ে
শিখবে কিছু ছড়া,
স্যার বলেছে শিখতে হবে
এমন কিছু পড়া।


যে পড়াতে মানুষ হবে
দুষ্টু আছে যত,
মিথ্যা কথা অসৎ চলা
খাবে থতমত।


তাইতো আমি ছুটির দিনে
তোমার কাছে পড়ি,
স্যারের কথামতো যেন
জীবনখানা গড়ি।