তোমাকে চিনি মনে হয়, তবু তুমি অনেক অচেনা,
তুমি থাক কত কাছে তবু কত দুরে জানিনা।
পলকে তোমায় দেখি অবয়বে, পলকে দেখি পরা বাস্তবে
তোমার আলোয় নিভৃতে দেখি অরুপ চাঁদের জ্যোছনা ...।


তোমাকে দেখি পাখির পালকে,
ডানা মেলা চিল শূন্য আলোকে
পতিত পবন মঙ্গল মন, তির তির করে জ্বলে দ্বীপ শিখা
জ্বলিয়া জ্বলিয়া নেভে না।


চেনা সুর কাঁদে লুটিয়া উঠানে অচেনা অন্তঃপুরে
তুমি আজ কত কাছে তবু রয়েছ কত না দুরে।
কত দুরে তবু কত কাছে ওরা, ওড়ায় কেতন বিজয় নিশান
থর থর করে কেঁপে ওঠে তনু, অতৃপ্ত মন বাসনা।


আমরা যদিও পাশা পাশি থাকি, আলোর ভুবনে ভালোবাসা মাখি
কত কাছে তবু কত দুরে হাঁটি, সুখের কপাট খোলে না।
কেবলই তোমারে চিনি মনে হয়, মনে মনে বধূ কত কথা কয়
চিনিয়া চিনিয়া চেনেনা।


আমি উহারে চিনি না, সে আমারে চেনে মনে হয়
আমি তার কে জানেনা।
আমি কি উহারে চিনি নাকি সে আমার অচেনা,
জানিনা জানিনা জানিনা ...।।


তুমি থাক কত কাছে তবু কত দুরে জানিনা।