১৫/০৪/২০২০, সময় – সকাল – ৯-০০টা

ছড়া  কবিতা
কার  চেয়ে  কে  বড় ?

আমি বলি আমি বড়
তুমি বল তুমি
সে বলে সে বড়
আসলে কার চেয়ে কে ?

রাজা বলে রাজা বড়
উজির বলে উজির
মন্ত্রী  বলে তিনি বড়
আছে কত নেতা-নাজির !

এমপি বলে এমপি বড়
চেয়ারম্যান বলে চেয়ারম্যান
এর চেয়ে বেশী বড়
লাট-খান সাহেবের মেম ।


সেনা-সামন্ত, নিরাপত্তা বাহিনী
তারা বলে তারা বড়
সবাই মিলে সবসময়
জনগণের ঘাড়ে চড় ।

বিশ্বের মাঝে দাপটে চোপটে
বেশী বড় ক্ষমতায় পরাশক্তি
ছোট দেশের সরকার গুলো
করতে হয় তাদের ভক্তি  ।

ধরাতে যাদের অস্র, অর্থ-সম্পদ
মজুত বেশী  তারা বড়
তাদের কথায় মহী চলে
ভয়ে থাকতে হয় জড়সড় ।

ক্ষমতাধর বড় যারা
যেখানে ইচ্ছা  ফাটায় বোমা
নিরহ মানুষ কত মরে
তার নেই হিসাবে গুণা ।

আলু-পটলের চেয়ে বেগুন বড়
মু্লার চেয়ে বড় লাউ
লাউ বলে, করার আগে কিছু
আমার সাথে করতে হবে বাও !

মরিচ এসে বলে
আমি ক্ষমতায় বড়
আমার আছে ঝাল !
খেতে গেলে জ্বলে গাল ।

এমন সময় ধরণীতে আগমন
মরণঘাতী ঘাতক করোনা
এসেই বলে আমিই বড়
কাউকে একটু ও পরোয়া করিনা ।

আমি সবাইকে মারতে পারি
করতে পারি লাখো বধ
কোন শক্তিই বড় নয়
করে দিয়েছি ভুবন জুড়ে লক !

সবার এতসব কথা শুনে
উপরে বসে   হাসেন  সৃষ্টিকর্তা
বলেন,  সকল  ক্ষমতার একচ্ছত্র মালিক
আমিই গগন ধরার ত্রাণকর্তা  !

শরীফ নাব হোসেন ।