০৬/০৩/২০২০, সময় – রাত -১০-৩০ মিনিট

ছড়া

মেনে  চলা  ভালো

(১)
দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাই
ধীরে ধীরে খাওয়া চাই
নিষেধ খাওয়ায় কথা বলা
খেতে খেতে নয় হাঁটা-চলা  
বসে বসে খেতে হয়
খাওয়ার সময় তাড়া নয় ।

পানি খাবে বসে
একবারে তিন নিঃশ্বাসে
খাবার খাবে ডান  হাতে
বিছমিল্লাহ বলে তাতে  
শাক-সব্জি থাকবে পাতে
ছোট মাছ তার সাথে ।

হাত-মুখ ধুয়ে খাবে
খোলা খাবার নাহি খাবে
বাসি পঁচা ত্যাগ কর
তাজা খাবার সন্ধান কর ।
এসব যদি মেনে চলি
অসুখ-বিসু্খের হবে বলি ।

(২)
হালাল খাবার খাও
হারাম খাবার ছেড়ে দাও
হালাল উপার্জন তালাশ কর
সরল সোজা রাস্তা ধরো
অবৈধ উপার্জন বন্ধ করো
সুখ-শান্তির সন্ধান করো ।
হালাল হারাম চিনো জানো
জীবন পথে তা মানো
এতে দূর হবে অশান্তি
আত্মায় পাবে  শান্তি ।


(৩)
পূণ্য রাস্তায় চলে বাঁচো
পূণ্য পথে থেকে মরো
তাহলে বেঁচে থাকাও শান্তি
মরাতে পাবেও  প্রশান্তি ।

শরীফ নবাব হোসেন