তোমার সাথে একটু সময়
কখন শুরু কখন শেষ হয়,
বাকি সময় বন্ধ ঘড়ি
শ্বাসটা চলে তবুও মরি।
ভাবনা কাব্যে ভর্তি মাথা
তবুও থাকে শূন্য খাতা,
আবার যখন তোমায় দেখি
মনে মনেই কবিতা লিখি।


কিন্তু তুমি মনের খবর
জানতে যে পাও না,
তাই তো বলো প্রেমটা আমার
তেমন কিছুই না।


তোমার সাথে একটু দেখায়
স্বপ্নগুলো কাঁদায় হাসায়,
বাকি সময় রদ্দি জীবন
বেহুদা সব কর্ম সাধন।
সবই চলে তবুও যেন
অসংলগ্ন কবিতা কোনো,
এক লাইনেই আটকে রাখে
অন্তরের এই কবিটাকে।


কিন্তু আমার অন্তর তুমি
দেখতে যে পাও না,
তাই তো বলো প্রণয় আমার
তেমন কিছুই না।