তাকাস কেন আকাশ পানে
আঁকিস কীসের ছবি?
তোর আকাশে মেঘ করেছে
সঙ্গে আমায় নিবি?
মেঘের ভাঁজে খুঁজিস আমায়
চোখের কোণে জল।
ডাকিস আবার কষ্ট  পেলে
ফুটাবো শতদল।
রাখিস মনের ছোট্ট  কোণে
ছিলাম একটু আলো।
ভাবিস একটু সময় পেলে
বেসেছিলাম ভালো।।