Sanjay Karmakar
2t2c35 hp8ncrres  ·
(গতকাল থেকে বিভিন্ন বিষয়ে ব্যাস্ত থাকবার কারণে সবার পাতায় যেতে পারি নাই, আজ চেষ্টা করবো। নিচে বাংলা ভার্সন দেওয়া আছে, যাদের ইংরেজিতে অসুবিধা আছে তারা বাংলা ভার্সন দেখে নিতে পারেন, দুটোর মানে একই)


Is it possible the debt to pay back to them!!
those who sacrificed them, to return the debt back again?
No matter how much we pay, the debt will remain the same
so don't think so and try to do things; which had tried by them,
try to do for which they sacrificed themselves, freedom to gain.
Remember the brother who has bravely given his life
mother who sacrificed her dignity and the life,
and those sisters and the wives;
Keep them up on the heart, keep them alive
cherish their valor in your heart to thrive.
The country and the nation are crying today in the terror of the Razakars
destroy them who are worse in believe and thought
now the time to promise.
We have to kill, we have to build the golden Banladesh
take the weapons in hand to be a soldier
in your fierce rage.


দেশাত্মবোধক কবিতা,"শপথ"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
  · hmtf10278 nhoa3rrgms40d  ·
"পরিশোধ"


ঋণ কী তাদের শুধতে ওরে
                 যায় কী দেওয়া শোধ!!
জীবন দানে আত্মাহুতির যজ্ঞে-
                 পরিশোধ?
না রে খোকন যায় না দেনা
                  শুধতে তাদের ঋণ;
রোস না এমন খোয়াব তলে
                    হোস না অন্তরীণ।
শৌর্যে যে ভাই রক্ত দিল
                     জীবন দিল দান,
অশ্রু যে মা বিসর্জনেই
                   আব্রু সহিত প্রাণ,
সে দান ওরে মাথায় ধরে
                   রাখ রে জীবন ভর
বীর্য তাদের বুকের মাঝে
                     বহন ওরে কর।
দেশ ও জাতি কাঁদছে আজি
                    রাজাকারের ত্রাসে
পণ রে আজি কর রে খোকন
                    অনল দিয়ে তূষে।
মারতে হবে গড়তে হবে
                   বঙ্গ মোদের সোনা
আজ হাতে নে দাউ ও কুঠার
                   হ'রে দেশের সেনা।