Sanjay Karmakar


  · hmtf10278 nhoa3rrgms40d  ·
"পরিশোধ"


ঋণ কী তাদের শুধতে ওরে
                 যায় কী দেওয়া শোধ!!
জীবন দানে আত্মাহুতির যজ্ঞে-
                 পরিশোধ?
না রে খোকন যায় না দেনা
                  শুধতে তাদের ঋণ;
রোস না এমন খোয়াব তলে
                    হোস না অন্তরীণ।
শৌর্যে যে ভাই রক্ত দিল
                     জীবন দিল দান,
অশ্রু যে মা বিসর্জনেই
                   আব্রু সহিত প্রাণ,
সে দান ওরে মাথায় ধরে
                   রাখ রে জীবন ভর
বীর্য তাদের বুকের মাঝে
                     বহন ওরে কর।
দেশ ও জাতি কাঁদছে আজি
                    রাজাকারের ত্রাসে
পণ রে আজি কর রে খোকন
                    অনল দিয়ে তূষে।
মারতে হবে গড়তে হবে
                   বঙ্গ মোদের সোনা
আজ হাতে নে দাউ ও কুঠার
                   হ'রে দেশের সেনা।


Sanjay Karmakar


  · 2t1mf2on277s l5hotr3saldc68  ·
"শপথ"

আজ পুড়ছে মন যে আমার
          সেদিন আজি স্মরণ করি
সম্ভ্রম আর লাজের ত্যাগে
          গড়লো তারা সোনার তরী।
রাখিস রে মান তাদের দানের
           লাল সবুজের ধ্বজা ওরে;
রাখিস বুকে জড়িয়ে সে ঋণ
           রাখিস অনেক আদর করে।
ভষ্টাচারের দ্বার দুয়ারে
          পতিত কেনই সে দেশ আজ
এই কী স্বাধীন দেশের বাণী
          শরম ও রে নেই কী লাজ?
বিশ্বপাতায় রক্তে লেখা
            স্বাধীনতার মুক্তি পণ
বাংলা এবং বঙ্গবাসীর
           ভাষার তরে জীবন দান।
পদ্মা ও যমুনার ঐ
            বারির ধারায় রক্ত মাখা
দু-চোখ ধারায় পলক হারায়
             সে দিন স্মরি মর্মব্যথা।
বাংলা সোনার গড়তে ভবে
             আজ দিনে চল শপথ করি
শোষণ তোষণ অন্তে রাজে
             লাল সবুজের সে-দেশ গড়ি।