(আজ সকাল বেলায় উঠেই বাসে বাহির শহর চলে গিয়েছিলাম কাজে, একটু আগেই ট্রেনে ফিরেছি। মাত্র কয়েক জনার লেখাই পাঠ করতে পারলাম এটুকু সময়ে, তাই , ছোট্ট একটি প্রকাশ মাত্র, মাফ করবেন।)


কি ভয়ঙ্কর ই না করনার থাবা!
আপন জনের হাহাকার ধরা অশ্রু বিসর্জন ছাড়া আর কিছুই করবার নেই,  
অন্তিম বিদায়ের ক্ষণে প্রিয় জনের শেষবারের মত একটু দর্শন, একটু ছোঁয়া!
না, তাও সম্ভবপর হচ্ছে না।
বিষাক্ত প্রাণঘাতী ভাইরাসের মরণ কামড়ের সামনে অসহায় দিশাহীন মনুষ্য কূল।
দেশ বিদেশ কাঁপছে ভয় আর অজানা আশঙ্কায়।
পালাবার পথ যে রুদ্ধ তাই রুদ্ধ কারাগারের অন্তরালে থেকেই চলছে
অন্তিম যুদ্ধের প্রস্তুতি।
না, কোন ধর্মের বাঁধন মানে না করোনা।
না কোনোও জাতি বা গোত্র।
সে চেনে একটাই জাতিকে, তা হলো মানুষ জাতি।
একদিন বলেছিলাম যেদিন ভিন গ্রহের কোনও ভয়ানক এলিয়েন আক্রমণ করবে
জাত পাতে ধরা এ বসুন্ধরা;
একমাত্র সেদিনই মানুষ বুঝতে পারবে জাত পাতের ভ্রান্ত ধারণা,
মানবতার উন্মেষ ঘটবে প্রাণে। একমাত্র তখনই অখণ্ড হবে সমগ্র বিশ্ববাসী।
কোমর বেঁধে হরিহর একাত্মা হতে পারবে মানবকূল।
হয়তো সে সময় উপস্থিত।