ভালবাসা চাওয়া মানে হলো মহাবিশ্বের কাছে এক অমূল্য উপহার চাওয়া। যার মূল্য শুধুমাত্র কথা বা কাজ দিয়ে মেটানো যায় না। অথচ; আমি দাঁড়িয়ে আছি শূন্য হাতে। আমার কাছে দেওয়ার মতো কোনো দামী মুদ্রাও নেই। যেন আমি তারাদের আলো ছুঁতে না পারা এক নীরব অস্তিত্ব। যার চারপাশ কেবল অন্ধকারে ঘন নিস্তব্ধ।

আমাকে কেউ কেন ই বা ভালবাসবে? আর আমি ই বা দিতে পারি কী? শুধু নীরবতায় মোড়ানো বেদনা আর কবিতার ছায়ায় ঢাকা অশ্রু ছাড়া। আর কিছুই তো না। মানুষ ভালবাসে সুখ পেতে, উষ্ণতা উপলদ্ধি করতে। আর আমি, আমিতো সেই শীতল স্পর্শ ,যে পারে কেবল আগুন নিভিয়ে দিতে।

স্বপ্ন ত্যাগ করেছি আমি, ভালবাসা পাওয়ার। না কাউকে ভালবাসব, না কারো ভালবাসা চাইব। কারণ, এখন আমি অদ্ভুত এক শান্তি খুঁজে পেয়েছি, ফেলে যাওয়ার মাঝে, ভুলে যাওয়ার মাঝে। শান্তি খুঁজে পেয়েছি, দূরে দাঁড়িয়ে মানুষের সুখ দেখার মাঝে। স্নান করুক অন্যরা সূর্যের আলোয়, আড়াল হয়ে থাকব আমি গোধূলির ছায়ায়। নিঃশব্দে দেখবো তাদের, মুচকি হেসে।

আত্মা আমার যেন পুড়ে ছাই হয়ে যাওয়া এক বাগান, যেখানে আর কোনো বসন্তই ফোটে না। আমি ভয় পাই। কাউকে কাছে আনলে যদি তার মধ্যেও ধ্বংস ছড়িয়ে যায়। তাই আমি একা হতে চাই, রাগে নয়, করুণায়। চাই নীরবে ডুবে যাক আমার হৃদয় দুঃখের অন্তরালে, তার আসল ঠিকানায়।