দেশের জন্য যারা করে কাজ
‘ভাতা’ নিতে তাদের নেই কেন লাজ?
‘গরীব থাকে গরীবেই’-এ সত্য চিরন্তন
এ কেমন বিচার প্রভু?ঘুচাও সকল বন্ধন।


দেশ আগে না জাতি আগে?
নাকি আগে ধর্ম?
মূমুর্ষু মানুষের পাশে থেকে
সেবাই পরম কর্ম।


সকলের আছে সমান অধিকার
বলছে প্রিয় সংবিধান,
তবে কেন পেল না বিচার
তিন দিনের শিশুসন্তান?


মাদার তোমার প্রিয় শহরে
চলছে দেখ মস্তানরাজ!
সেবাসদনে হানছে আঘাত
দেখাচ্ছে নানান কারুকাজ।


বিবেকানন্দ কোথায় তুমি?
কোথায় বা গেলে নিবেদিতা-
মনুষ্যত্ব বিকিয়ে গেছে
বন্ধকে আছে মানবতা!


‘ঈশ্বর’ ভেঙ্গে দেখিয়েছি আমরা
আমাদের কত বীরত্ব!
নাই বা পেলাম অমৃতসুধা
তবুও পেয়েছি অমরত্ব!!