রাধা নাচে জগৎ পুড়ে
ডোম্‌নি তার সঙ্গে নাচে
এক পদ্মের চৌষট্টিটা পাপড়ি জুড়ে
শ্যামের বাঁশিতে বৃষ্টি ঝরে
আহা কি বৃষ্টি ঝরে !
মরা কার্তিকের
কলঙ্ক ধুতে
খেলা অজান্তে
মৃত্যুমোহন এসে দাঁড়ায়
বাঁশি হাতে
ঝুল চাদরে
রাত আদরে
ঢেকে রাখে  পালঙ্ক তার।
পদাঙ্ক যার শ্যামসোহাগী
কলংকও তার


নিন্দুকে আর যে যাই বলুক
তার নামেতেই জগৎ পারাপার।