গ্রন্থি ছিঁড়ে যায় একসময় --
ফিরে যায় চিতল হরিণের বন,
অমেয় শূন্যতা এসে পুড়িয়ে দিয়ে যায়  অমিত্রাক্ষর,ছন্দের পতনে
কোথাও যেন চাবি-হারানোর সুর!


এ হৃদয়ের মত রক্তাক্ত আর কিছু নেই তার
স্নায়ুদাহে
এ যেন আমারই রূপের গাঁথা-দ্যোতন , রাতভর প্রশস্তি গেয়ে
ক্লান্ত পংক্তি এঁকে এঁকে ছিঁড়েছে কবি
তার চোখের রেখা ধরে  তোর্সার তুমুল বিস্তৃতি ...
তিস্তাবন
আমার পর্যটন
.......