চোখটাই যাবে হয়তো আগে ...চোখটাই
কোনদিন হলুদ রঙে ঝাপসা দেখবে তুমি


প্রথম সূর্যালোক কতই না রঙ ছড়াত
প্রিজমে হাবুডুবু খেতে খেতে দিনের সমস্ত ভালোলাগা নির্যাস
এখন তির্যক হুল ফোটায় মাইগ্রেনের কপালে।
কৃত্রিম শ্বাস নিতে নিতে ভারি ক্লান্ত
মানুষের এই শহরে


ব্যাধিরঙ দূর্বলতা দেহ ছাড়ে,  জীবন ছাড়ে না তো!



একঘেয়ে ছোবল মেরেই যাচ্ছে কেউটেটা


কে বলে দুঃখিতের জীবন অভিশপ্ত ?
ছোবলে বিষ উল্টো ঝেড়ে দিয়ে একা একা বাড়ি ফিরছি
বড় মানুষের মত


আকাশে উড়ছে মরশুম পাখিদের রঙবাজি প্রিজম।