অত;পর রাত এলে পৌনঃপুনিক মৃত্যুমহড়া,
তারারা নিভে গেলে
নিভে যায় রাতের বৃহস্পতি

ঘরোয়া সংযমে চকমকি জ্বলে।

ভাবনায় ভাবনা্য পুনরাধুনিক,
সংক্ষিপ্ত হয়ে উঠি

সব আছে সংসারে আমাদের- তবু যেন কি নেই নেই
মনের সেতার ছিঁড়ে দিতে বদ্ধপরিকর এক খুনী!