মুখচোরা ঘরকুনো এক কান্না-ভেজানো  দরজা দিয়ে ঢুকছে
অসহায়ভাব


হীনমন্যতা যাচ্ছে দেয়াল ঠুকে


অসমান হাতবাক্সে জমা রেখেছি ছেনি- হাতুড়ি


আমরা সাবেক দেয়াল ভেঙ্গেছি
ভার্চুয়াল দুনিয়ায় পা ফেলে
স্বপ্ন দেখতে শিখেছি
ব্যক্তিগত স্টারডমের


আমরা শুধু শুধু আস্তিনে পুষছি
ছয়টি হলদে কালান্তক সাপ
রিপুর ...