চক্‌মিলানো দেউলিয়া মঞ্চ, খাপে খাপে জুড়ে আছে
সব তবু খন্ড খন্ড ভাঙা
যোগিনী তামাসার খাঁড়া হাতে,
আগলে পথ ...পিছু ছাড়ে না
সাম্যবাদের সুড়ঙ্গে আজ আক্রোশ ইটচাপা
বিবেক জাগলেও শরীরে ঘুমোয়
            নাগরিক পাজামা।


জানি না এ কাঙালীপনা কতদূর টেনে নিয়ে যাবে?
পেরেকে দুলছে ঈশ্বরের আদেহ-
অথচ খুনি হাতগুলো ধুয়ে দিয়েও
জ্যোৎস্না অমন স্বর্গীয়।।
.....................