সোহেল ইকবাল খান (বনহংস) - পাতা ২

সোহেল ইকবাল খান (বনহংস)
জন্ম তারিখ ২৪ জুলাই ১৯৯৩
জন্মস্থান সীচা পাঁচপীড়, সুন্দরগঞ্জ উপজেলা, গাইবান্ধা জেলা, রংপুর বিভাগ, বাংলাদেশ
বর্তমান নিবাস ৫২০, জোবেদা মঞ্জিল, ডেভিড কোং পাড়া, গাইবান্ধা, বাংলাদেশ
পেশা কম্পিউটার ও সফটওয়্যার প্রকৌশলী
শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

সোহেল ইকবাল খান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীড় বাঁজার গ্রামে ১৯৯৪ সালের ২৪ জুলাই জন্ম্গ্রহন করেন। তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশুনা যথাক্রমে গাইবান্ধা সরকারী বালক উচ্চ বালক বিদ্যালয় ও গাইবান্ধা সরকারী কলেজে। তিনি ঢাকার ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অর্জন করেন। ক্লাস ৭ম থেকেই কবিতা ও সাহিত্যচর্চার প্রতি তার ভালোলাগা মনোনিবেশ ঘটে। তখন থেকেই টুকটাক শখের বশে কবিতা ও ছোটগল্প লেখালেখি শুরু হয়। তবে কবিতাই বেশি লেখা হতো। এখনও তিনি শিখে যাচ্ছেন কিভাবে শব্দ নিয়ে খেলতে হয়, কিভাবে শব্দকে ভালবাসতে হয়। তিনি বর্তমানে চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাই সবার কাছেই তিনি দোয়া প্রার্থী।

সোহেল ইকবাল খান (বনহংস) ৮ বছর ১১ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে সোহেল ইকবাল খান (বনহংস)-এর ৫২টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
২৪/৬ ২০
২৩/৬