তোমার সাথে আমার সম্পর্ক'টা বিগত সাত বছরের
তখন, বোধ হয় আমি বড্ড ছোটো ছিলাম।
প্রচুর পাগলামি করতাম, তোমার দিকে ফিরে ফিরে চাইতাম
তুমি মৃদু হাসতে, ওটাই আমি চাইতাম, উপলব্ধি করতাম।
আচ্ছা, আজ তোমার সাথে কেউ পাগলামি করে  !
আজও কি তুমি আগের মতো মুচকি হাসো  !
কেউ কি অপেক্ষা করে তোমার মুখের মৃদু হাসি দেখার জন্য......
আমি কিন্তু আজ আর পাগলামি করি না ....
মিষ্টি প্রেমের কবিতা লিখি না কোনো চিরকুটের বুকে
আজ আমি বড়ো চালাক, বড্ড বুদ্ধিমান হয়েছি ...
ডিটেকটিভ গল্প লিখছি, ব্যর্থ প্রেমিক হয়েছি সাহিত্য জুড়ে .....
তুমি যাকে ক্যান্ডি বলে ডাকতে, সর্বক্ষণ অপেক্ষা করতে যার জন্য
আজ তাকে অন্য কেউ অন্য নামে ডাকে .......
আসলে কবিদের বোধ হয় সবাই ভালোবাসতে চায়
সত্যি কি তোমরা কবিদের ভালোবাসো, নাকি তার সৃষ্টিকে  !
যদি মানুষটাকেই ভালোবাসো তবে ছেড়ে যাও কেন  ?
অজুহাত তো তারাই দেয়, যারা ব্যর্থতাকে ভালোবাসে।
তুমি তো ব্যর্থতা চাওনি, তবে আজুহাতকে কেন ভালোবাসলে  !
আমি এসবের উত্তর জানতে চাই না, শুধু এটুকু বলতে চাই
তোমার দুচোখে প্রচুর প্রেম আছে, ভালোবাসা আছে ঐ মনে
সেটা যেন অকারণে অনুপযুক্ত মানুষকে দিও না।
ঐ ভালোবাসা গুছিয়ে রেখো সেই রাজপুত্রের জন্য যে সেটার যোগ্য
আমি না হয় ব্যর্থ প্রেমিক হয়েই থাকবো আমার কবিতার পাতায়...
আরও হাজার হাজার কবিতা হবে, তোমাকে কল্পনা করে ....
আমাদের ভালোবাসা আগলে থাকবে দূরত্বের আড়ালে ..।