শরীরটা যদি বহমান স্রোতে ভাসিয়ে দিই
কতজন বাঁচার তাগিদে, আমাকে খড়কুটো ভাববে?
অথবা যে অগভীর কূয়োয় হিংস্র শ্বাপদ হয়েছে বন্দি,
সেখানে যদি একটা বড় গাছের ডাল ফেলে দিই
তাহলে কি উঠে এসে আমাকে দিয়েই উদরপূর্তি করবে?
কি হবে, আর কি হবে না, এই চিন্তায় কি কাজ হবে?
কোটি টাকার উচ্ছিষ্ট দানে, কি মনুষ্যত্ব অর্জন হয়?
আত্মরক্ষার্থে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়
তখন কি পাওয়া যায় মনুষ্যত্ব বোধের নিখুঁত পরিচয়?
মর্মস্পর্শী নাটকের অন্তিমে মিলনাত্মক পরিণতি,
অথবা খেলার মাঠে জনারণ্যে মিশে যাওয়ার অনুভূতি,
কিছুক্ষণের জন্য দেয়, দুশ্চিন্তার নাগপাশ থেকে মুক্তি।
তোমার আমি, আর আমার তুমি, এটাই কি জীবন?
ঘোর প্রাকৃতিক দুর্যোগে, কিংবা যুদ্ধের ধ্বংসযজ্ঞে,
কোনও মৃত্যুমুখী কে দেখে, কি মনে আসে-
কে আমি? কে তুমি? অথবা কে এই মৃত্যুপথযাত্রি?
সংকটে তো কাউকে বাঁচাতেই, মানুষের আত্মবলিদান।
হয়ত এই জন্যই সজীব, পৃথিবীর মানবিকতার উদ্যান।
কবিতার সমাপ্তি ভারী চমৎকার।
ভালো লাগলো দাদা।
ভালো থাকুন সব সময়।
প্রণাম জানবেন ছোট ভগিনীর।
ভাবনার গভীরতা ব্যাপক।খুবই চমৎকার ও সমৃদ্ধ শব্দের ব্যবহারে সুন্দর অর্থবোধক ভাবনার অনবদ্য প্রকাশ। মুগ্ধতা অপরিসীম। ভালো থাকুন কবি।
জীবনে হয়তো এমন মানবিক উদ্দ্যানের খুবই
প্রয়োজন।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
মানবতার এক অনবদ্য রচনা, খুবই ভালো লাগল প্রিয় কবি, শুভেচ্ছা চিরন্তন।
গভীর অনুভূতি এবং ভাবনার অসাধারণ প্রকাশ! মানুষের মানবিক বোধ হারিয়ে ফেলেছে নৈরাজ্যের হোমানলে যার প্রতিফলন ঘটেছে কবিতায়! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কিছু প্রশ্নে কবিতার অবস্থান বিশেষ মাত্রায়...
অনুসন্ধিত্সু কবি সত্যটা জানতে চায়...
আর শেষ দুই পঙতি মানবিকতার রঙীন ধ্বজা উড়ায় মহাকাশে অবলীলায়...
মন্দাক্রান্তা***
প্রিয় কবি, মানবতাবোধের জন্য এক চরম সত্য কবিতার সৃষ্টি। মুগ্ধ হলাম। আপনার জন্য রইলো শুভ কামনা।
রূপকের আবহে অনবদ্য মানবতাবাদী কবিতা। অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও শুভকামনা অফুরান প্রিয় কবি।
দারুণ অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর ।। শুভ দুপুর প্রিয় কবি
পড়লাম। আগ্রহ কম ছিলো। একটু একটু সামনে এগোতে থাকলাম। চোখ ছানাবড়া। শেষ স্তবকে এসে থমকে গেলাম। এমন করেও ভাবা যায়? এতোটা বিমোহিত আজকে কারো কবিতায় হইনি।কুর্নিশ জানাই কবি।
ঘোর দুর্যোগ এবং যুদ্ধ রত ময়দান থেকে জীবন নিয়ে ফিরে আসা, জীবনের চরম উপলব্ধি । তার মত শিক্ষা আর জীবনে কোথাও হয় না !
হৃদয়গ্রাহী জীবনের অনেক শিক্ষার সুন্দর কাব্যে মুগ্ধ ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
অসাধারণ!
শেষটায় পেলাম সজীব, আর মানকিতার উদ্যান তথা সবুজ। একটা লাইন আমি সবসময় মনে রাখি,
"ধ্বংসের মুখে দাঁড়ায়ে জানিবে
তুমি আছো, আমি আছি"।
অভিনন্দন, সম্মানিত কবি।