উন্মত্ত জনতার রাজপথ অবরোধ,
সম্মুখে শাসক দলের সশস্ত্র প্রতিরোধ,
টানটান উত্তেজনায়, অচিরেই বিলুপ্ত ন্যায়বোধ।
অসম লড়াইয়ে একতরফা হত্যালীলা, লাশের স্তূপ,
রাষ্ট্রিয় শাসক দের, জনগণ হত্যার অনুমতি স্বীকৃত,
মানবিকতার মৃতদেহ, রাজপথে দাউদাউ জ্বলে।
জীবনটা বিকিকিনি, কখন যেন শেষ হয়ে যায় পুঁজি,
হিসেবের কড়ি খেলতে খেলতে ই, এক্কেবারে ছুটি।
একসাথে সুদীর্ঘ পথ চলা জীবন গুলো,
প্রত্যাঘাতে ছিন্নভিন্ন হয়ে, সাময়িক এলোমেলো।
দাবি আদায়ের সংগ্রাম থাকে না থেমে,
নতুন প্রত্যয়ে, এগিয়ে যায় সংঘটিত নতুন নেতৃত্বে।
মস্তিষ্কের কোষে কোষে, প্রতিবাদের আগুন জ্বলে,
বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি শুরু, রাজনৈতিক সংগ্রামে,
ভীত সন্ত্রস্ত জীবন, পরিবর্তিত ইস্পাত কাঠিন্যে।
হায় রে, বসন্তের কোকিলের ডাক!
আক্রান্তের আর্তনাদে চাপা পড়ে থাকে,
পলাশের লাল রঙ, দেখি রক্ত রাঙা রাজপথে।
শ্রদ্ধেয় কবি, শ্রীযুক্ত জগদীশ চন্দ্র মণ্ডলের
২৮/১০/২০২১ তারিখে লেখা "উড়ে যায় প্রেম"
কবিতাটি স্মরণে রেখে, শ্রদ্ধেয় কবিকে উৎসর্গ করলাম এই কবিতাটি।
খুব মানবিক চেতনার কবিতা। ভালো লাগলো দাদা।
সদা সুস্থ থাকুন ভালো থাকুন আর এমন লিখে চলুন। শ্রদ্ধা রাখলাম আপনার প্রতি।
শুভেচ্ছা রইলো কবি।
ক্ষতি পোষায় সহসা নিরীহ।
হয়নি কখনো তারা লাভবান
পোড়া কপালি এই জনগণ
চর্ব চুষ্যলেহ্য পেয় ক্ষমতাবান।
সুন্দর ভাবনার দ্রোহের কাব্যিক প্রণয়ন, হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সতত।
গণতন্ত্রে নিরাপরাধ জনগণকে হত্যা করার কোন শাসকের অধিকার নেই । তথাপি শাসক যদি শক্তিতে স্বৈরচারী হয়ে ওঠে তবে করার কিছু নেই !! এমন ধারার কার্যপ্রণালীতে সহজেই জনগণ ধরে নেয় শাসক মনোভাব ।
বিদ্রোহী ভাবনার সুন্দর কাব্য ।
প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
কি বলবো, ভাষাহীন হয়ে গেলাম এতো চমৎকার কবিতায়।
কবিতার প্রতিটি পঙতি যেন এক একটি দ্রোহের আগুন আর মানবতার জয়গান!!
আমার দুই প্রিয় কবিকেই অভিনন্দন।