শুক্রবারের দিনটিরে ভাই- তাস খেলতেই কাটে
খাবার সময় পাইনা আমি- খেলি দিন ভরে।
আরও আছে সন্ধ্যা হতে খেলি রাত্রি দশ
বিড়ি আর চা খেয়ে খেয়ে- ফন্দি আটি বেশ।


শুক্রবারের দিনটি রে ভাই- ভারী মজায় কাটে
ফোনটি এলে কেটে দিয়ে- রাখি পকেটে।
নেইকো সময় কথা বলার- ব্যস্ত আছি আমি
ফেলনা ভাই কার্ডটি তোর- নেব আমি গিলি।


চায়ের পরে পানটি পুরে ধরিয়ে নিই বিড়ি
টানে টানে মজা বিলাই- কথার অনেক ঝুড়ি।
শুক্রবারের দিনটিরে ভাই- তাসেই ডুবে থাকি
খাবার সময় স্নানের সময়- নেই যে, আজ বাকী।


সকাল ন’য়ে বসে পড়ি- উঠি দুপুর দু’টোয়
বাড়ী গিয়ে খেতে বসি- একলা টেবিলে।
মা বকে বাবা বকে- করছিস দিন পাড়
এভাবেই কি চলবে নাকি? সারা জীবন ভর।


খোলনা একটু বুদ্ধি তোর- লাগা সময় কাজে
বুড়ো হলে করবি কি তুই? লাগবে না তাস কাজে।
সময় আছে ছাড়নারে তুই- তাস খেলা আজ
হাতের কাজে সময় লাগা- অর্থ আসবে পাছে।


এভাবে তুই খেলিস নারে- সকল সময় তাস
সন্ধ্যা হলেই বন্ধ দোকান- আড্ডা মারিস মোড়ে।
তাস তাস করে রে তুই- মারিস স্বপ্নে লিড
হাসি হাসি মুখেরে তুই- হারাচ্ছিস কেন হুস।


ফেরা নারে হুসটি তোর- ব্যস্ত কাজে থাক
তাস ছেড়ে দোকান গিয়ে- কামাই কর আজ।
আসছে জীবন বড়ই নির্মম- কেউতো কারোর না
বুঝবি তুই আমরা গেলে- সময় কারো না।


শুক্রবারের দিনটিরে তুই- লাগা এখন কাজে
তাসটি ছেড়ে দোকান গেলে- ফুর্তি পাবি মনে।


(সেপ্টেম্বর ২২, ২০১৭)