দূরের বাতাসে আগুন লেলিহান নিঃশব্দে ডাকে চিতাকাঠ
অহং করো যতই বাবুরা থাকবেনা কোন ঠাটবাট।


অন্তিম ইচ্ছে বলে রেখো নইলে স্মৃতি ধূসর
অচিন রোগ দিয়েছে থাবা সুখটা হবে দোসর।


ভাসছে বিষ অলীক ছায়াপথে চিঠিতে এসেছে শমন
আলোর উৎসব শূন্যে বিলীন রোগ করবে দমন!


বসন্তে ঝরছে শুকনো পাতা পাঁচিলে ডাকছে কাক
অভুক্ত শ্মশান খিলখিল হাসে নীরবে দিচ্ছে ডাক।


জীবন মধ্যাহ্নে দলছুট পাখি ডানায় মাখছে রোদ
সভ্য সমাজ ভীষণ বোকা কবে জাগবে বোধ!


      ********