অন্ধকারটা ক্রমশ গিলে খাচ্ছে নদীর চর
নদীর বুক ফালা ফালা করে ছুটছে ভুটভুটিগুলো
বেহিসেবি জীবন নয়, বাঁচার তাগিদে ছোটা –


মৎস্যজীবীদের সংসার হল রাতের অন্ধকার
লক্ষ কোটি তারাদের সাথে রাত্রি যাপন
খোলা আকাশের নীচে কেটে যায় জীবনের অর্ধেক সময়।


শীতের কামড় ক্রমশ কমছে প্রকৃতির বুক থেকে
ঝড় জলের সাথে লড়াই হল মৎস্যজীবীদের সংগ্রাম
কঠিন বাস্তব জীবন, অন্ধকারই তাদের সুখ দুঃখ।


সাদা কুয়াশার আস্তরণে ঢেকে গেছে নদীর দুকূলই
জাল বিছিয়ে চলেছে সারা নদীর বুক জুড়ে –
মাছের নেশায় পাগল মৎস্যজীবীরা খুঁজছে আলোর ঠিকানা।


দিনের আলোতে নদীর বুক থেকে হারিয়ে যায় মাছেদের মিছিল
সময়ের বাঁকে থমকে দাঁড়িয়ে ভোরের মায়াবী রঙ
দুঃখের কুয়াশা মুছে গিয়ে জালে ভরে উঠুক উৎসবের হাসি।।


         *********


রচনাকাল – ১৩/০২/২০২১