আঁতুড়ঘর
*******

আঁতুড় ঘর কান্না লেখে না রোজ
ছেলে হয়েছে  - উৎসব মহা ভোজ।

আঁতুড় ঘরে জেগে থাকে রাত
মেয়ে হয়েছে  - বন্ধ জল রুটি ভাত।

যাতনা দেয় শ্বশুর বাড়ির লোক
মেয়ে হলে দেখায় মরা শোক!

সভ্য সমাজ নিচ্ছে এখনও পণ
নগদ টাকা গাড়ি বাড়ি সবই নাকি দান!

ছেলে মেয়ে নেই তফাৎ জেনেও করে ভান
মেয়ে হলে লাঞ্ছনা দেয় স্বপ্ন খান খান!

           **********

         অমৃত
      ********

একটা দুটো মিঠে সকাল কিনতে চাই
মৌমাছিদল ভ্রমণে গেছে মধুটুকু যেন পাই।

চৈত্র আকাশ গাছে ভরা কচি নিমের পাতা
তীব্র দহন যেওনা ভুলে রাখবে কালো ছাতা।

কালবৈশাখী ঝড় আসবে যখন তখন
কবুতর দল মেলছে ডানা নামবে যেনো এখন।

হাওয়ায় গন্ধ শুকছে আকাশ পাখি
সবুজ বনানী আবার হাসবে নাকি!

ঈশান আকাশ ঝড়ের খবর দিলো
অসময়ে বিকেল রোদ কে যে কেড়ে নিলো!

ভালোবাসা রঙ হৃদয়ে ছড়িয়ে দিলাম
অমৃত ভেবে নারীকে আপন করলাম।

             *********