বন্ধ্যা সময়
************

শরৎ মেঘে লুকিয়ে আছে খুশি
হৃদয় জুড়ে উৎসব রাশি রাশি
বন্ধ্যা সময়ে হয়েছে অনেক নষ্ট
ভুলতে চাই অতীত স্মৃতির কষ্ট
সুখের জীবনে থাকুক অটুট হাসি।

        *******


বৃষ্টি
*******

আঁধার জীবন সুখ কিনতে চায়
ব্যর্থ চেষ্টায় জীবন হারিয়ে যায়
মেঘলা আকাশ কবে দেবে বৃষ্টি
নইলে ফসল কেমনে হবে সৃষ্টি
জীবনটা যে দুঃখ গিলে খায়।

     ******

রচনাকাল - ২৮|০৮|২০২১