বিসর্জনের বাজনা শুনে মনটা কেমন করে
বাতাসে লেগেছে দুঃখের রঙ দুচোখ জলে ভরে।

শিউলি ফুল নীরবে ঝরে অবুঝ কান্না চেপে
কাশফুলও থমকে দাঁড়িয়ে দুলছে হিসেব মেপে।

মা যাবে শ্বশুর বাড়ি বাপের ঘর ফাঁকা
হাসি ভুলে বলছে সবাই আবার হবে দেখা।

খুশির ছোঁয়ার ভাসলো কদিন  হৃদয় দুঃখে ভারী
আকাশ যেন গুমরে বলে আর কোরোনা দেরি।

সিদুর খেলায় ধুনুচি নাচে মাকে করছে বরণ
বিদায় ক্ষণে হৃদয় দিয়ে মাকে করবো স্মরণ।

গোধূলি আলোয় আসছে প্রতিমা হবে বিসর্জন
আসছে বছর আবার হবে মা যে আপনজন।

               **********