কবিতা  -   বিশ্বকবি রবীন্দ্রনাথ
*******************

পঁচিশে বৈশাখ জন্ম নিলে এই ধরনীর পরে
মালা চন্দন ধূপ সুবাসে তোমাকে স্মরণ করে।
প্রভাত ফেরি শঙ্খ বাদন সাজাই ফুলের ডালি
তোমার সুরে হৃদয় মাতায় আলোক শিখা জ্বালি।

দেড়শো বছর পেরিয়ে এলাম তোমায় নিয়ে বুকে
তুমিই দিলে সাহিত্যে আলো তাই বাঙালী সুখে।
গল্প উপন্যাস নাটক গানে অবাধ বিচরণ ভূমি
জাতীয় সংগীত সৃষ্টি করে মহান হলে তুমি।

সাহিত্যে তুমি পেলে নোবেল 'গীতাঞ্জলি' লিখে
বাঙালী হয়েই গর্ব করি তোমারি কীর্তি দেখে।
প্রাণের ভাষা বাংলা ভাষা সবই তোমার দান
উতলা হাওয়ায় সুর বেঁধেছো জুড়ায় সবার প্রাণ।

রবি ঠাকুর সবার কবি পরাই ছবিতে মালা
হৃদয় জুড়ে তুমিই আছো সংগীতে দিয়েছ দোলা।
হাজার বছর পেরিয়ে যাবে ভুলবেনা সারা বিশ্ব
তোমার সৃষ্টি রবে চিরকাল কবিরা আজও নিঃস্ব।।

                 *********

রচনাকাল - পঁচিশে বৈশাখ ১৪২৭


*******************
    কবিতা - পঁচিশে বৈশাখ
*******************

ঠাকুর বাড়ি জোড়াসাঁকোয়
জন্ম নিলেন রবি
হৃদয় জুড়ে আছেন তিনি
ভারত মাতার কবি।

বৈশাখ মাসের পঁচিশ তারিখ
চিরস্মরণীয় দিন
বাঙালী জাতি গর্বে সুখী
হৃদয়ে খুশির বীণ।

রবীন্দ্র সংগীতে মোহিত হয়
সকাল থেকে সাঁঝে
বিশ্ব ভুবন চিনলো তারে
সকল সৃষ্টি মাঝে।

ছড়া কবিতা ছড়িয়ে আছে
তাঁরই অমর সৃষ্টি
রবি ঠাকুর লেখেন যখন
টুপটাপ ঝরে বৃষ্টি।

ছন্দ খোঁজে সুজন পথিক
কোথায় আলোর পথ
বিশ্ব কবি তোমারি জন্যে
দাঁড়িয়ে সোনার রথ।

শত কোটি প্রণাম জানাই
দাওনা চরণে ঠাঁই
তোমার ধ্যানে মগ্ন সদাই
অন্তরে স্পর্শ চাই।

   *******

রচনাকাল - পঁচিশে বৈশাখ ১৪২৭