আমি শাবকের মত চেয়ে থাকি অন্তকাল
তরল আগুনে পুড়ে ছাই আমার শৈশব
দুচোখে স্বপ্নের নদী বয়ে যায় ...


ভাত কাপড়ের অভাব চিরকাল
চিতাভষ্মে জল দেবার লোক নেই
আত্মার ছাই উড়ে বেড়ায় দমকা হাওয়ায়।


শরীরের পাঁজরের উপর লম্বা পাটাতন
হেঁটে যায় মিথ্যাচারের পদাতিক সৈনিক
হাতুড়ি দিয়ে পুঁতে দেয় অপক্ত মেরুদণ্ড।


রাতের অন্ধকারে নির্বাক সপ্তর্ষিমণ্ডল –
বিষাক্ত সরীসৃপগুলো ভয়ংকর ভাবে ছুটে বেড়াচ্ছে
শিরায় শিরায় পোড়া রক্তের স্রোত।


নীল গরলে ভরে গেছে সারা শরীর
দাবানলের ভিতর দিয়ে হেঁটে চলেছি একা
শরীরটা পুড়ছে না, কারণ শরীর গরল আগুনের থেকেও ভয়ংকর।


     *****


রচনাকাল – ২৯/০৩/২০২১