শীতের শেষে আসবে ফাগুন
মননে দিয়েছে দোলা
ওষ্ঠে দিও সোহাগ পরশ
হৃদয় দুয়ার খোলা।


শিশির ভেজা ফুলের শোভায়
রাঙিয়ে দিও মন
ভালোবাসা নদী ফল্গু স্রোতে
খুঁজছে আপনজন।


আমের শাখায় এসেছে মুকুল
ফুলেতে বাহারি রং
হৃদ কমলে ভ্রমর ওড়ে
হৃদয়ে ধরেছে জং!


সোহাগ নদী উথলে ওঠে
ঝরছে গাছের পাতা
নিঃস্ব শরীর উজান স্রোতে
রঙিন স্বপন আঁকা।


দুটি মনের গোপন কাব্যে
হবে মিলন গান
ফাগুন দিনের শুভ লগনে
পাবে নতুন প্রাণ।


   ****


রচনাকাল – ০৩/০২/২০২১