কবিতা  -  গ্রহণের খিদে
******************


হাতের মুঠোয় অশ্রু রেখেছি ধরে
জীবনের রঙে গ্রহণের ছায়া  -
দিনের আলোতে সূর্যকেও গিলে খায়।


রাত্তিরের রঙ হলুদ বর্ণ হচ্ছে
'গীতবিতান' আজও তাই অপঠিত
শরীরটাকে গিলে খাচ্ছে গ্রহণের খিদে।


মানুষের মুখের রঙ ক্রমশ বদলে যাচ্ছে
মাকড়সার জাল দিয়ে ঘিরে ফেলছে সব্বাইকে
গলায় চেপে বসছে জালের ফাঁস!


কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে  -
নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
সারা শরীরে বিষ ঢুকছে অবলীলায় ...


          *********
রচনাকাল  -  ১৩|০৫|২০২০


**************************
     কবিতা  -  একদিন ঝড় থামবে
**************************


মরুভূমির বালিতে উঠেছে বালি ঝড়
চোখ ভরে গেছে ধোঁয়াশার অন্ধকারে
শরীরে আছে এখনো প্রাণের অস্তিত্ব
এই দুঃসময়ে জন্ম নিয়েছে লক্ষ নবজাতক।


বালি ঝড় থেমে যাবে একদিন
জীবন থেমে থাকবে না চিরকাল
শঙ্খচিলের ডানায় ঝড়ের পূর্বাভাস ছিল
লক্ষ কোটি মানুষ তা গ্রাহ্যই করে নি।


এখন মৃত্যু মিছিলে তোমার আমার পরিজন
কতো কাঁদবে আর -
কবরে খুঁজে দেখো সারি সারি ভালোবাসা
শকুন এখন পশুর মাংস খায় না
তারা নর মাংস খেতে ভালোবাসে!


তবুও বিশ্বাস করি আবার হাসবে সব্বাই
একদিন এই দুর্যোগের ঝড় থেমে যাবে
মানুষ আবার হাসবে, নতুন করে বাঁচবে
এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করতেই হবে।


               ***********
রচনাকাল  -  13/05/2020


******************
      কবিতা  -  উত্তরণ
******************


জীবনের উত্তরণ আছে মানুষের নিষ্ঠা ও সততায়
চেনা ছক বদলে খুঁজে নিতে হবে উত্তরণের সিঁড়ি
নিষ্ঠা আর কঠিন শ্রমে মানুষ পেতে পারে নতুন জীবনের স্বাদ।


অন্তহীন শূন্যতার মাঝে খুঁজো না সাফল্যের পথ
জীবনকে ভালবাসে মুক্ত মনে দেখতে হবে নীল আকাশ
পাখির পালকের মতো নরম ভোরের সন্ধানে ছুটে বেড়ায় মানুষ।


নিজের অদম্য ইচ্ছে না থাকলে সাফল্য আসে না
প্রবল তৃষ্ণায় ছাতি ফেটে যাক তবুও চলতে হবে
নিষ্ঠা আর শ্রমই পারে সেই তৃষ্ণার জল দিতে।


নিদাঘ দুপুর, ধূলো ওড়া বৈশাখী রাস্তা
তবুও বাঁচতে হবে, নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে
উত্তরণের সিঁড়ি এতো সহজে মেলে না, লক্ষ্যে রাখতে হবে স্থির অবিচল।


                **********
রচনা কাল  - ১২|০৪|২০২০