শেষ শ্রাবণ
আকাশ ভরা মেঘ
এলো প্লাবন।


    ২


ধানের চারা
আশায় মরে চাষা
সোনালী ধান।


      ৩


জ্যোৎস্না রাত
আকাশ ভরা তারা
জুটবে ভাত।


    ৪


কঠিন শ্রম
চোখে আসছে ঘুম
আসবে সুখ?


    ৫


গোধূলি বেলা
কৃষক ফেরে ঘরে
খুশির মেলা!


 ***