#১#
রোগ মারণ
‘করোনা’ ভাইরাস
মৃত্য শমন!
#২#
বাঁচবে ধরা
ভয়ে শুকিয়ে মুখ
আতঙ্কে ভরা।
#৩#
আতঙ্ক নয়
সতর্ক প্রতিরোধ
করবো জয়।
#৪#
লড়াই চাই
জয় করবো জয়
‘করোনা’ ছাই।
#৫#
ফুটুক ফুল
স্বপ্ন রঙিন ভোর
আতঙ্ক ভুল ।
*****