বিয়ের সানাই উৎসব ভোজ দেদার আয়োজন
মণ্ডা মিঠাই চপ কাটলেট আছে প্রয়োজন!

মেয়ের বাবা গলায় কাপড় করছে বিনীত নিবেদন
পেট ভরে খাবেন সবাই মেয়ে জামাই আপনজন।

দর কষাকষি গেছে হয়ে ছেলের বাবা খুশি
গাড়ি গহনা ফ্ল্যাটের চাবি পেয়েছে রাশি রাশি।

যুগটা এতো এগিয়ে গেছে হৃদয়টা এখনও পাষাণ
মেয়ের বাবা সব সময়ই করবে কী মুশকিল আসান?

পণের বলি হচ্ছে নারী ফিরবে কবে বোধ
মধুর সুরে বাজছে সানাই সভ্যরা নির্বোধ!

     ******

রচনাকাল – ০১/০৩/২০২১