বাঁচবার ইচ্ছে নিয়েই বেঁচে থাকতে চাই পৃথিবীতে
মেহগনি রোদ্দুরে ঝলসে যায় হৃদয়ের উত্তাপ
কচি কচি সবুজ ঘাসগুলো হাওয়ায় থিরথির করে কাঁপে
ওরাও বলতে চায় আমাদের মাড়িও না আমরাই সুখ দেবো।


গ্রীষ্মের দাবদাহ সত্ত্বেও আমরা বাঁচতে চাই
দুমুঠো ভাতের জন্যে কঠোর শ্রম করেই বাঁচব আমরা
মনুষ্যত্বের অধিকার নিয়ে কষ্ট করেও বাঁচতে চাই
রাগ নয় অভিমান নয় একদল খেটে খাওয়া মানুষ!


এক পশলা বৃষ্টিতে ভিজতে ভিজতে ক্লান্তি দূর করি
ভিজে যাওয়া শরীর থেকে ঘাম রক্ত জল হয়ে নামতে থাকে
ভেজা চোখের পাতায় কান্নার দাগ কেউ বুঝতে পারে না
তবুও আমরা বাঁচতে চাই বাচার অধিকার নিয়ে!


প্রখর গরমে সূর্যের তাপে পুড়ে যায় শরীর
বর্ষায় ঘরের ফুটো দিয়ে বৃষ্টির জল ঢোকে অবিরত
এক পশলা বৃষ্টি ভাল লাগে কিন্তু তার বেশি নয়
জীবন সংগ্রামে লড়াই আছে থাকবে চিরকাল ...


        ********