জলের নাম জীবন জানি তবুও করি নষ্ট
জীবন যেন মরা রোদ্দুর পাবই মোরা কষ্ট!


হাতের মুঠোয় গোটা দুনিয়া ভেবেই করি মত্ত
সামনে দাঁড়িয়ে অকাল মৃত্যু খুঁড়ছি নিজের গত্ত!


রঙিন জলে ভাসাই জীবন তৃষ্ণার জল শূন্য
নদী সাগর যায় শুকিয়ে করেছি কী কোনো পুণ্য?


জল অপচয় বন্ধ হলেই বাঁচবে তবে জীবন
থমকে দাঁড়িয়ে জলপ্রপাত আসছে নিথর মরণ!


সবুজ বনানী ডুকরে কাঁদে আকাশ হারিয়েছে মেঘ
বৃষ্টির জল করো সঞ্চয় আর বাড়িয়োনা জেদ!


          ********