কন্যা ভ্রুণ - পঞ্চবাণ কাব্যমালা
**********
কন্যা ভ্রুণ কেন করো নষ্ট
ওদের গর্ভে ভবিষ্যৎ দেখি স্পষ্ট
ছেলে মেয়ে সবাই সমান সমান
কন্যা ভ্রুণ মেরে পৌরুষ দেখান
এই অসম্মানে নারীরা পায় কষ্ট।


            *******


কাঁটার মুকুট
************


খাটতে খাটতে জীবন হল শেষ
সুখের খোঁজে পাকলো মাথার কেশ
অভাব যেন দুঃখ গিলে খায়
সভ্য সমাজের নেই কোন দায়
কাঁটার মুকুটে দেখতে লাগছে বেশ!


            ********


রচনাকাল - ১৫/০১/২০২১