শিউলি ফুল সুবাস ছড়ায়
সোনালী রোদ হাসে
হাওয়ায় দোলে সাদা কাশফুল
হৃদয় খুশিতে ভাসে!

ছেঁড়া ছেঁড়া মেঘগুলো যেন
ফিরছে আপন ঘরে
শিউলি ফুল বিছিয়ে আছে
শিশির ভেজা ভোরে!

চোখের পাতায় স্বপ্ন আঁকা
প্রকৃতির নব বেশ
পুজোর কদিন আনন্দে কাটুক
রইবে তারই রেশ!

শৈশব দিন আসছে ফিরে
স্মৃতির সরণি বেয়ে
দুঃখ কষ্ট যেতাম ভুলে
মায়ের স্নেহ পেয়ে!

সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে
মায়ের সাথে বোন
আঁধার পেরিয়ে শিউলি সুবাস
জুড়ায় সবার মন!

চাঁদের আলো উঠোন জুড়ে
করতো এসে খেলা
পুজোর কদিন পড়ার ছুটি
খুশির ভেলায় চলা!

   *****