মৃত হ্রদের বুক চিরে
উঠছে ভেসে কান্না
হ্রদের হাসি লুকিয়ে আছে
কোথায় হীরে পান্না!

মনের জানালায় শ্রাবণের ধারা
হাসবে হ্রদের জল
মৃত হ্রদে ফুটবে হাসি
নেই সেখানে ছল!

হ্রদের ধারে বাস করছে
অসংখ্য মনুষ্য বস্তি  
নেই হিংসা নেই দ্বেষ
আছে সামান্য স্বস্তি!

মৃত হ্রদও বাঁচিয়ে রাখে
লক্ষ মানুষের জীবন
দুমুঠো অন্ন দেয় জুটিয়ে
নইলে তাদের মরণ!

হ্রদের জলে নৌকা ভাসিয়ে
হাসবে সুখের হাসি
জীবন বাঁচুক লড়াই থাকুক
দুঃখ রাশি রাশি!

   ****