উপত্যকার ঝর্না যেমন
খলখলিয়ে ঝরে
ঝর্না জলে তোমার শরীর
উথাল পাথাল করে...

কৃষ্ণচূড়া গাছে দেখো
লাল ফুলের মেলা
তুমি আমার কৃষ্ণচূড়া
তুমি আমার রাধা...

সাগর জলে নৌকা বাওয়া
নয়কো মোটেই সহজ
সঙ্গে তুমি থাকলে জেনো
কাজটা খুবই সহজ...

পাখির মতো উড়তে আমার
লাগে ভীষণ ভালো
সঙ্গে যদি থাকো তুমি
পরীর মতো উড়ো...